সৌদি আরবের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য, সৌদি আরবের কারাগারে থাকা ও আটকে পড়া ওমাহ যাত্রীদের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হোল বাংলাদেশে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন গত ৯ এপ্রিল আটকে পড়া ওমরাহ যাত্রী এবং ডিটেনশনে থাকা বাংলাদেশিদের নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল বলেন তিনি। কিন্তু এই করোনার কারণে দেশটিতে কারফিউ জারি ঔ লকডাউন থাকায় সেটা সম্ভব হয়নি বলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
দেশে পাঠানো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। করোনাভাইরাস এর কারণে সৌদি আরবে সব জাইগায় লকডাউন ও কারফিউ জারি করা হয়েছে বলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
No comments:
Post a Comment