পুলিশ জানাই করোনা ভাইরাস বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জকে লকডাউন করে প্রশাসন। কিন্তু এই কর্মী গুলো এই লকডাউন অমান্য করে অনেক বড় অপরাধ করে। বুধবার রাতে নদীপথে আমতলীর গাজীপুরে পৌঁছায় নারী সহ ১১০ জন কর্মী। পুলিশ এই খবর জানতে পেরে সকল কর্মী কে আটক করে।
এর আগে ঢাকা ঔ চট্টগ্রাম থেকে আসা ৫ জনের দেহে করোনার লক্ষণ দেখা যাই বলে এই ১১০ জন কেও কোয়ারেন্টাইনে নেওয়া হয়। কেনোনা তাদের দেহে ঔ করোনাভাইরাস থাকতে পারে বলে জানাই পুলিশ। কোয়ারেন্টাইনে থাকা এই ১১৪ জনের নমুনা নিয়ে ঢাকা পাঠানো হয়েছে বলেন ডাক্তার।

No comments:
Post a Comment