Breaking

Thursday, April 16, 2020

করোনাভাইরাসে সুস্থ ৫ লাখ মানুষ

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে, প্রাণঘাতী করোনার (কোভিড-১৯) থাবা। বিশ্বের ২০ লাখ ৮৩ হাজার ৪৮ জন মানুষ ভাইরাসে ইতোমধ্যে শনাক্ত হয়েছেন। চিকিৎসাধীন আছে ১৪ লাখ ৩৮ হাজার ২৫৮ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৫১ হাজার ১৪২ জন।অনেক মানুষ শনাক্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে। ১০ হাজার ১৮৭ জন মানুষ, এ পর্যন্ত করোনায় আক্রান্তে সুস্থ হয়ে উঠেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী চীনে ৭৭ হাজার ৮৯২ জন মানুষ সুস্থ হয়ে উঠেছে। স্পেনে ৭০ হাজার ৮৫৩ জন মানুষ সুস্থ হয়ে উঠেছে। ৪৯ হাজার ৯৩৩ জন মানুষ ইরানে সুস্থ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে ৪৮ হাজার ৭০১ জন মানুষ সুস্থ হয়ে উঠেছে। ৩৮ হাজার ৯২ মানুষ ইতালিতে সুস্থ হয়ে উঠেছে। এবং ফ্রান্সে ৩০ হাজার ৯৫৫ জন মানুষ সুস্থ হয়ে উঠেছে।আরও জানা যাই যে সুইজারল্যান্ডে ১৫ হাজার ৪০০ জন সুস্থ হয়ে উঠেছে। কানাডায় আট হাজার ৯৭৯ মানুষ সুস্থ হয়ে উঠেছে। অস্ট্রিয়ায় আট হাজার ৯৮ জন মানুষ সুস্থ হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ায় সাত হাজার ৭৫৭ জন মানুষ সুস্থ হয়ে উঠেছে। এছাড়া ঔ বেলজিয়ামে সাত হাজার ১০৭ জন, তুরস্কে পাঁচ হাজার ৬৭৪ মানুষ সুস্থ হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ায় তিন হাজার ৭০২ জন মানুষ সুস্থ হয়ে উঠেছে। মালয়েশিয়ায় দুই হাজার ৬৭৪ জন সুস্থ হয়ে উঠেছে।

No comments:

Post a Comment