
ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা আমতলী গ্রামের মৃত মোজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর পুত্র রুজেল ইসলাম বাবা-মা মারা যাবার পর থেকে তার নানী ভিক্ষুক রেজিয়া বেগমের বাড়িতে থাকত শিশুটির স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায় এই ঘতনা। শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায় গত ৮ এপ্রিল থেকে। পরিবারের পক্ষে অনেক খোঁজাখুঁজির পর মাইকিং করেও কোনো সন্ধান মেলেনি ১১ বছরের ছোট শিশুতির।
বুধবার সকালে ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট দক্ষিণপাড়া গ্রামের এতিমখানা সংলগ্ন হোটেল ব্যবসায়ী বাবুলের বাড়ির সামনে কুকুর শিশুটির খন্ডিত একটি হাত ফেলে রেখে গেলে তা দেখে এলাকাবাসীর সন্দেহ হয় সমাজের মানুষের, সব মানুষ মনে করে যে ওটা কি ওই ছোট শিশুর হাত।
বাকি তিন খন্ডিত মরদেহ পাওয়া যাই লেলিন নামের একজনের ভুট্টা ক্ষেতে। পচা গন্ধ অনুভূত হলে মানুষ ছোট শিশুটির লাশ খুঁজে পাই ।
No comments:
Post a Comment