এদিকে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কারণে একদিনে আরো এক হাজার ৯৩৯ জনের প্রাণহানি ঘটেছে। মারা গেছেন আরো আট বাংলাদেশি গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৪২ হাজার ছাড়ালো।
করোনাভাইরাসের কারণে দিন দনি অবস্তা খারাপ হওয়াই জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে সব ধরনের অভিবাসন স্থগিত করার পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েক মাসের জন্য সব রকম ইমিগ্রেশন বন্ধ হয়ে যাবে বলেন নিউইয়র্কে লিগ্যাল কনসালটেন্ট নাসরীন আহমেদ।

নিউইয়র্কে লিগ্যাল কনসালটেন্ট নাসরীন আহমেদ বলেন, ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে অভিবাসন প্রক্রিয়া যেমন দীর্ঘ হবে তেমনি লাখ লাখ মানুষকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরেও যেতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড পরিমাণ কমে গেছে জ্বালানি তেলের দাম করোনা ভাইরাস এর প্রভাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ৫০ থেকে ৬০ হাজার মানুষের মৃত্যু হতে পারে।
No comments:
Post a Comment