Breaking

Monday, April 20, 2020

বিশ্বকাপ জয়ের প্রাইজমানি ঔ বোনাসের টাকা দিয়ে জন্মভূমিতে মসজিদ তৈরি করেছে মুসলিম খেলয়ার

যার কথা বলা হচ্ছে তিনি অসমান ডেম্বেলে। ফ্রাস্নের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম মুসলিম খেলোয়াড়। বর্তমানে তিনি বার্সেলোনা তে খেলেন। বিশ্বকাপের প্রাইমানি ঔ বোনাসের টাকা দিয়ে তিনি আফ্রিকায় মসজিদ তৈরি ঘোষণা দেয় এই ২১ বছরের এক তরুণ ফুটবল খেলোয়াড়। ২১ বছর বয়সী এই তরুণ আফ্রিকার ১৫ জন খেলোয়াড় দের মধ্যে অন্যতম। তার জন্ম উত্তর ফ্রস্নে। তার মা ও বাবা উত্তর আফ্রিকার দিক থেকে এসেছে। তার মা বাবা দুই জনেই মুসলিম।
তিনি ফরাসি ক্লাব রেনের প্রশিক্ষনকেন্দ্রে ভর্তি হন ২০১০ সাল, তার পেশাদার ফুটবলার জীবন শুরু হয় ২০১4 সালে ১০ কোটি ৫০ লক্ষ ইউরো মূল্যে তিনি বার্সেলোনায় যোগ দেন ২০১৭ সালে , দেম্বেলে ফ্রান্সের বয়সভিত্তিক দলে মোট ২০ ম্যাচে ৫ গোল করেছেন| ইতালির বিপক্ষে ফ্রান্স জাতীয় দল এর হয়ে তার অভিষেক হয় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর২০১৭ সালে লা লিগা চ্যাম্পিয়নদের দলে যোগ দেয়ার পর থেকেই ইনজুরিতে ভুগছেন এই তারকা চলতি মৌসুমে মাত্র তিনটি ম্যাচে পুরো সময় খেলতে পেরেছেন বিশ্বকাপজয়ী এই উইঙ্গার| কজন স্ট্রাইকার কেনার অনুমতি পেয়েছে বার্সেলোনা, দেম্বেলের ইনজুরির কারণে|

No comments:

Post a Comment