গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে একটি অধিদফতরে ১৬টি পদে ৯৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের [HTTPS://WWW.THEDESHPRESS.COM/] পেজে বিজিট করুন।
নিচের কথা গুলো ভালো করে পড়ুন নিচে আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
১। চাকরির ধরন: স্থায়ী
২। প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
৩। বয়স: ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
৪। আবেদনের নিয়ম: আগ্রহীরা cnp.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
৫। আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ৭০০ টাকা, ৪ নং পদের জন্য ৫০০ টাকা, ৫-১৩ নং পদের জন্য ১০০ টাকা, ১৪-১৬ নং পদের জন্য ৫০ টাকা পাঠাতে হবে।
৬। আবেদনের শেষ সময়: ২৩ জানুয়ারি ২০২১ তারিখ সন্ধ্যা ০৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্যাঙ্কের চাকরি, বেসরকারি ব্যাঙ্কের চাকরি, চাকরির খবর bd jobs,নিয়োগ বিজ্ঞপ্তি 2020, চাকরির খবর ২০২০,আজকের চাকরির খবর,আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, bd govt jobs, all jobs bd newspaper, সরকারী চাকরির খবর, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০,চাকরির খবর ২০২০,চাকরির খবর apk,,চাকরির খবর.com,চাকরির খবর, চাকরির পত্রিকা , চাকরির খবর,চাকরির বাজার, সরকারি চাকরি ২০২০, সরকারি চাকরির খবর ২০২০, চাকরির খবর পুলিশ, জব সার্কুলার ২০২০, চাকরির ডাক ২০২0
No comments:
Post a Comment