Breaking

Tuesday, May 25, 2021

সিটি গ্রুপে এসএসসি পাসে চাকরির জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ২০২১


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপে ‘জুনিয়র অপারেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের HTTPS://WWW.THEDESHPRESS.COM/ পেজে বিজিট করুন


নিচে সিটি গ্রুপ এর আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

1. পদের নাম: জুনিয়র অপারেটর
2. পদসংখ্যা: নির্ধারিত নয়
3. শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
4. দক্ষতা: সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে
5. বেতন: আলোচনা সাপেক্ষে
#. চাকরির ধরন: ফুল টাইম
7. প্রার্থীর ধরন: নারী-পুরুষ
8. বয়স: ২০-২৫ বছর
9. কর্মস্থল: যেকোনো স্থান

[নিচে কথা গুলো ভালো করে পড়ুন কেনোনা নিচে (আবেদনের নিয়ম;) (আবেদন শুরুর সময়;) (আবেদনের শেষ সময়;) দেওয়া হয়েছে। 

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২১


No comments:

Post a Comment